ফিলিপসের আইপিএল এবারও বসে বসে কাটলো
Progga News Desk:
নিউজিল্যান্ড তারকার গ্লেন ফিলিপস এবার আইপিএলে গুজরাট টাইটানসে নাম লেখানোর পর ৫টি ম্যাচ খেলে রয়ে গেলেন মাঠের বাইরে। ৫টি ম্যাচ খেলেছেন কিন্তু একাদশে সুযোগ হয়নি ফিলিপসের। ভাগ্যের নির্মম পরিহাসে মাঠের বাইরে থাকতে থাকতেই আইপিএল শেষ হয়ে গেল এবার।
গ্লেন ফিলিপস আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ২১ মে। এরপর ২০২৪ সালের পুরো আইপিএলে তাকে বসেই থাকতে হয়েছে । সেবার তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।
অর্থাৎ টানা দুই মৌসুম আইপিএলে যোগ দিয়েও খেলার সুযোগ হলো না একটি ম্যাচও! ফিলিপসের মতো ‘গেম চেঞ্জার’–এর জন্য এ যে ক্রিকেটীয় নির্মম রসিকতা!
৬ এপ্রিল সানরাইজার্সের বিপক্ষে গুজরাটের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। বদলি হয়ে নামেন পঞ্চম ওভারের শেষে, আর ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। উইকেটকিপারের কাছে থ্রো করেই কুঁচকিতে হাত দিয়ে বসে পড়েন। ওই সময় তাঁর মুখটা ব্যথায় কুঁচকে যেতে দেখা যায়। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। গুজরাট টাইটানসের বিবৃতিতে জানানো হয়েছে, ওই চোটের কারণেই দেশে ফিরে গেছেন ফিলিপস।
ফিলিপস সব্যসাচী ক্রিকেটার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—ক্রিকেটের এই তিন বিভাগেই সমানে হাত চলে তাঁর। আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবিস্মরণীয় কিছু ক্যাচ নিয়েছেন। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে শুধু অবিশ্বাস্য কয়েকটি ক্যাচ নিয়েই চমকে দিয়েছিলেন।
টি–টোয়েন্টিতে ব্যাটিংয়ে তাঁর স্ট্রাইক রেট ১৪০–এর ওপরে। বোলিংয়ে পার্টটাইমার হলেও একেবারে খারাপ করেন না। গুরুত্বপূর্ণ সব মুহূর্তে উইকেটও পান। এমন ক্রিকেটারকে আইপিএলের গত মৌসুমে বসিয়ে এইডেন মার্করামকে খেলিয়েছে সানরাইজার্স।
এবার ফিলিপস জায়গা হারিয়েছেন ক্যারিবিয়ান বাঁহাতি শেরফান রাদারফোর্ডের কাছে। এ নিয়ে অবশ্য গুজরাট ম্যানেজমেন্টকে দোষ দেওয়ার সুযোগ নেই। ৫ ম্যাচে ৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭৮.৯৪ স্ট্রাইক রেট ও ৪৫.৩৩ গড়ে ১৩৬ রান করেছেন রাদারফোর্ড। অর্থাৎ ক্যারিবিয়ান এই তারকা পারফর্ম করছেন।
গুজরাট দ্রুতই ফিলিপসের বদলি কোনো ক্রিকেটার দলভুক্ত করবে কি না, তা জানা যায়নি। গুজরাটের দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে ক্যাম্প ছাড়লেন ফিলিপস। এর আগে ব্যক্তিগত জরুরি কারণে ফ্র্যাঞ্চাইজি দলটি ছেড়ে দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তিনি গুজরাটের ক্যাম্পে ফিরবেন কি না, এ বিষয়ে কিছু জানা যায়নি।
২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন গুজরাটের শিবিরে এখন মাত্র পাঁচ বিদেশি খেলোয়াড়—জস বাটলার, শেরফান রাদারফোর্ড, রশিদ খান, জেরাল্ড কোয়েৎজি ও করিম জানাত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে।